সিদ্ধিরগঞ্জে সুজন নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, আটি ওয়াপদা কলোনী এলাকায় গলাকাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত ইজিবাইক চালকের নাম মোঃ সুজন মিয়া (৪৫)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহত সুজন সিদ্ধিরগঞ্জের মিজমিজি শাহী মসজিদ এলাকায় মনসুর মাস্টারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শুক্রবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে থাকতে পারে। এসময় নিহতের পাশে একটি ইজিবাইক ছিলো। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা