alt

রাজশাহী জেলা পরিষদের নির্বাচন: ছায়াযুদ্ধে উত্তপ্ত হচ্ছে মাঠ

জেলা বার্তা পরিবেশক,রাজশাহী : শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২

আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের ওপর প্রতিনিয়ত হামলা; পরবর্তীতে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের নামে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এতে করে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠ বেশ উত্তপ্ত হয়ে উঠছে।

আজ শুক্রবার সকাল ১০টায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আখতার এক সংবাদ সম্মেলনে নিজের কর্মী-সমর্থকদের ওপর অব্যাহত হামলা, মামলা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আখতার বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নের শুরু তেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণ করছি। প্রতীক বরাদ্দের পর তা আরও প্রকট আকার ধারন করেছে। শুরু থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণায় আমিসহ আমার পক্ষের নেতাকর্মীরা প্রতিনিয়ত হুমকি, মামলা ও হামলার শিকার হচ্ছে। ভোটারদের ওপর আমার প্রতিপক্ষের প্রার্থী ও তার নির্বাচনী সহযোগিরা কালো টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

প্রতিনিয়ত প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন উল্যেখ করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বলেন, গত বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার মোহনপুর উপজেলার ধুরইলে প্রচারণার কাজে বাধা সৃষ্টি, নেতাকর্মীদের মারধর করে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়।

‘এসময় মোহনপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল আমার নির্বাচনের সমন্বয়কারী অ্যাডভোকেট আবু রায়হান মাসুদসহ অন্যদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সময়ের মধ্যে আমার নেতাকর্মীদের ব্যবহৃত দুইটি মাইক্রেবাস নির্দেশে ভাঙচুর করা হয়। যা নির্বাচনি আইনের সরাসরি বরখেলাপ। ইউনিয়ন পরিষদে আটক অবস্থায় তাদের কাছে রক্ষিত মোবাইল ফোন, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।’

জেলা পরিষদ নির্বাচন অন্য সব নির্বাচনের মত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই নির্বাচন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর করার ক্ষেত্রে আমার প্রতিপক্ষ প্রার্থী ও তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনীই বড় অন্তরায়।’

নির্বাচনে অংশগ্রহণের পর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে উল্লেখ করে এই চেয়ারম্যান প্রার্থী বলেন, ‘এই সময়ের মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণাকালে বেশ কয়েকবার আমার ও কর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এর মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থিতা প্রত্যাহারের জন্য আমাকে নানাভাবে হুমকি-ভয়ভীতি দেখানো হয়। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর জেলার দুর্গাপুর পৌরসভায় মেয়র দপ্তরে ভোটারদের সাথে মতবিনিময়কালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপর হামলা চালিয়ে দুর্গাপুর থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এসময় উপস্থিত ভোটারদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত ২ অক্টোবর জেলার বাঘা পৌরসভায় প্রচারণাকালে প্রতিপক্ষের লোকজন স্থান ত্যাগের করতে নানাভাবে হুমকি দেয়।’

মোহনপুরে তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী বলেন, ‘ মোহনপুর থানায় অ্যাডভোকেট আবু রায়হান মাসুদকে প্রধান আসামি করে প্রায় ১৯ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করি।’

আখতার সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘হামলা, মামলা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর তিনটি অভিযোগ দাখিল করি। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী-০৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যেতে অনুরোধ করেন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, ‘নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অমান্য করে প্রচার সংখ্যার কয়েকগুণ বেশি পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপিয়ে তা জেলাজুড়ে লাগানো হয়েছে। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া বিভিন্ন স্থানে আমার লাগানো পোস্টার প্রতিনিয়ত ছিড়ে ফেলা হচ্ছে। এসব ঘটনার পরে আমি নিজেকে প্রার্থী হিসেবে নিরাপদ মনে করছি না। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি ও আমার ভোটারদের নিরাপত্তা বিধানে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবারো অভিযোগ দিয়েছি। আশা করছি, তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘পোস্টার লাগানো নিয়ে বাকবিতন্ডা ও মামামারির খবর শুনে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিদ্রোহী প্রার্থীর কয়েকজন সমর্থককে থানায় নিয়ে এসে পরে প্রার্থীর জিম্মায় দিয়ে দেয়া হয়েছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাত ১১ টা ৫৫ মিনিটে মো. আবু ওয়াহাব নামের এক ব্যক্তি বাদি হয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবু রায়হান মাসুদসহ ৭ জনের নাম উল্যেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।’

ছবি

রাজধানীতে গভীর রাতে সড়কে নারীর মৃত্যু

ছবি

ব্রাক্ষণবাড়িয়ায় মায়ের লাশ দেখতে না দেয়ায় সংঘর্ষ, নিহত ১

ছবি

জেনে-বুঝে সংগ্রাম জারি রাখতে হবে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যুব সম্মেলনে বক্তারা

ছবি

দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ছবি

নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, ১ নম্বর সতর্কতা

ছবি

‘বৈষম্যের শিকার’ বিসিএস ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দাবি

ছবি

তিস্তা সেতুর তলদেশ এখন গো-চারণ ভূমি

ছবি

সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ‘ইমিগ্রেশনে’ পুলিশের চিঠি

ছবি

ভাঙন আতঙ্কে মাতামুহুরী তীরের বাসিন্দারা, টেকসই শাসন সংরক্ষণের দাবি

ছবি

ভোলায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: তিনটি গাড়িতে অগ্নিসংযোগ, আহত ১৫

ছবি

দামুড়হুদায় শীতের আগমনে লেপ তৈরীর কারিগরদের ব্যস্ততা

ছবি

তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়ালঘরে

ছবি

মহেশপুর ভৈরবা বাজারে ঐতিহ্যবাহী ‘ঝাঁপান খেলা’ অনুষ্ঠিত

ছবি

নগেশ্বরীতে বউ-শাশুড়ী মেলা

ছবি

শেরপুরে মিনি রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধতা খুঁজছেন শত শত পর্যটক

ছবি

বেনাপোল-পেট্রাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

ছবি

সুবর্ণচরে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ

ছবি

টুঙ্গিপাড়ায় পুলিশের সহায়তায় হাফিজ ফিরে পেল একমাত্র জীবিকার অবলম্বন

ছবি

বিএনপিতে ফিরলেন গঙ্গাচড়ার সাবেক চেয়ারম্যান সুজন

ছবি

শহীদ ময়েজউদ্দিন সেতুতে বিনা রশিদে টোল আদায়

ছবি

দশমিনায় দেশি প্রজাতির মাছের উৎপাদন কম

ছবি

ইবিতে লোডশেডিং হলেই বন্ধ হয় মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট

ছবি

স্বাস্থ্যসেবায় রংপুর বিভাগে দ্বিতীয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ছবি

অর্থাভাবে চিকিৎসা বন্ধ, যুবক আলমগীরের ‘জীবন এখন শিকলবন্দি’

ছবি

ডিমলার ধুম নদীর বিধ্বস্ত ব্রিজ যেন মরণ ফাঁদ

ছবি

সিরাজগঞ্জের কৃষকরা এখন শীতকালীন সবজি চাষে ব্যস্ত

ছবি

নোয়াখালীতে ইয়াবাসহ বাসের সুপারভাইজার গ্রেপ্তার

ছবি

চৌগাছায় ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

ছবি

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫

মোহনগঞ্জে যাত্রাপথে আনন্দ গান মেঠোসুর পরিষদের কর্মশালা

ছবি

বেগমগঞ্জে গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

ছবি

যশোরে ফেনসিডিলের মামলায় তিনজনের যাবজ্জীবন

ছবি

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১,আহত ৩

ছবি

যশোরের রং ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা

ছবি

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি

ছবি

উলিপুরে বিরোধের জেরে অবরুদ্ধ এক পরিবার

tab

রাজশাহী জেলা পরিষদের নির্বাচন: ছায়াযুদ্ধে উত্তপ্ত হচ্ছে মাঠ

জেলা বার্তা পরিবেশক,রাজশাহী

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২

আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের ওপর প্রতিনিয়ত হামলা; পরবর্তীতে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের নামে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এতে করে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠ বেশ উত্তপ্ত হয়ে উঠছে।

আজ শুক্রবার সকাল ১০টায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আখতার এক সংবাদ সম্মেলনে নিজের কর্মী-সমর্থকদের ওপর অব্যাহত হামলা, মামলা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আখতার বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নের শুরু তেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণ করছি। প্রতীক বরাদ্দের পর তা আরও প্রকট আকার ধারন করেছে। শুরু থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণায় আমিসহ আমার পক্ষের নেতাকর্মীরা প্রতিনিয়ত হুমকি, মামলা ও হামলার শিকার হচ্ছে। ভোটারদের ওপর আমার প্রতিপক্ষের প্রার্থী ও তার নির্বাচনী সহযোগিরা কালো টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

প্রতিনিয়ত প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন উল্যেখ করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বলেন, গত বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার মোহনপুর উপজেলার ধুরইলে প্রচারণার কাজে বাধা সৃষ্টি, নেতাকর্মীদের মারধর করে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়।

‘এসময় মোহনপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল আমার নির্বাচনের সমন্বয়কারী অ্যাডভোকেট আবু রায়হান মাসুদসহ অন্যদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সময়ের মধ্যে আমার নেতাকর্মীদের ব্যবহৃত দুইটি মাইক্রেবাস নির্দেশে ভাঙচুর করা হয়। যা নির্বাচনি আইনের সরাসরি বরখেলাপ। ইউনিয়ন পরিষদে আটক অবস্থায় তাদের কাছে রক্ষিত মোবাইল ফোন, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।’

জেলা পরিষদ নির্বাচন অন্য সব নির্বাচনের মত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই নির্বাচন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর করার ক্ষেত্রে আমার প্রতিপক্ষ প্রার্থী ও তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনীই বড় অন্তরায়।’

নির্বাচনে অংশগ্রহণের পর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে উল্লেখ করে এই চেয়ারম্যান প্রার্থী বলেন, ‘এই সময়ের মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণাকালে বেশ কয়েকবার আমার ও কর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এর মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থিতা প্রত্যাহারের জন্য আমাকে নানাভাবে হুমকি-ভয়ভীতি দেখানো হয়। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর জেলার দুর্গাপুর পৌরসভায় মেয়র দপ্তরে ভোটারদের সাথে মতবিনিময়কালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপর হামলা চালিয়ে দুর্গাপুর থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এসময় উপস্থিত ভোটারদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত ২ অক্টোবর জেলার বাঘা পৌরসভায় প্রচারণাকালে প্রতিপক্ষের লোকজন স্থান ত্যাগের করতে নানাভাবে হুমকি দেয়।’

মোহনপুরে তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী বলেন, ‘ মোহনপুর থানায় অ্যাডভোকেট আবু রায়হান মাসুদকে প্রধান আসামি করে প্রায় ১৯ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করি।’

আখতার সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘হামলা, মামলা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর তিনটি অভিযোগ দাখিল করি। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী-০৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যেতে অনুরোধ করেন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, ‘নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অমান্য করে প্রচার সংখ্যার কয়েকগুণ বেশি পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপিয়ে তা জেলাজুড়ে লাগানো হয়েছে। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া বিভিন্ন স্থানে আমার লাগানো পোস্টার প্রতিনিয়ত ছিড়ে ফেলা হচ্ছে। এসব ঘটনার পরে আমি নিজেকে প্রার্থী হিসেবে নিরাপদ মনে করছি না। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি ও আমার ভোটারদের নিরাপত্তা বিধানে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবারো অভিযোগ দিয়েছি। আশা করছি, তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘পোস্টার লাগানো নিয়ে বাকবিতন্ডা ও মামামারির খবর শুনে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিদ্রোহী প্রার্থীর কয়েকজন সমর্থককে থানায় নিয়ে এসে পরে প্রার্থীর জিম্মায় দিয়ে দেয়া হয়েছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাত ১১ টা ৫৫ মিনিটে মো. আবু ওয়াহাব নামের এক ব্যক্তি বাদি হয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবু রায়হান মাসুদসহ ৭ জনের নাম উল্যেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।’

back to top