সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলায়ও আমন ধান ও চাল সংগ্রহে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এলএসডি গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় তিনি বলেন, আমাদের কৃষিবান্ধব সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য বিভাগসহ অন্যান্য বিভাগও মনিটরিং করে যাচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ জেলার ১৪ লাখ মানুষ কোন না কোনভাবে উপকৃত হচ্ছেন। এবারও আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষকরা উৎপাদিত ধানের দামও ভালো পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু এরশাদ, জেলা চালকল মালিক গ্রুপের সদস্য মো. আকবর হোসেন প্রমুখ।
এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ২হাজার ১১৫ মেট্রিক টন ধান ও ১১ হাজার ৩৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা শুরু হয়েছে। এ বছর সরকার প্রতি কেজি চাল ৪২ টাকা এবং প্রতি কেজি ধান ২৮ টাকা দরে কিনছে। ‘কৃষক অ্যাপস’ এর মাধ্যমে ধান কৃষক এবং অ্যাপসের মাধ্যমে চাল মিল মালিকদের কাছ থেকে ক্রয় করা হচ্ছে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বুধবার, ৩০ নভেম্বর ২০২২
সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলায়ও আমন ধান ও চাল সংগ্রহে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এলএসডি গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় তিনি বলেন, আমাদের কৃষিবান্ধব সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য বিভাগসহ অন্যান্য বিভাগও মনিটরিং করে যাচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ জেলার ১৪ লাখ মানুষ কোন না কোনভাবে উপকৃত হচ্ছেন। এবারও আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষকরা উৎপাদিত ধানের দামও ভালো পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু এরশাদ, জেলা চালকল মালিক গ্রুপের সদস্য মো. আকবর হোসেন প্রমুখ।
এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ২হাজার ১১৫ মেট্রিক টন ধান ও ১১ হাজার ৩৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা শুরু হয়েছে। এ বছর সরকার প্রতি কেজি চাল ৪২ টাকা এবং প্রতি কেজি ধান ২৮ টাকা দরে কিনছে। ‘কৃষক অ্যাপস’ এর মাধ্যমে ধান কৃষক এবং অ্যাপসের মাধ্যমে চাল মিল মালিকদের কাছ থেকে ক্রয় করা হচ্ছে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।