image

বাবা-মার সঙ্গে ঝগড়া করে ঘর পুড়িয়ে দিল ছেলে

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
প্রতিনিধি, হবিগঞ্জ :

হবিগঞ্জে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে নিজেদের বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মাদকাসক্ত ছেলে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ফরাজার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফরাজার গ্রামের আল আমিনের (২০) সঙ্গে প্রায়ই তার বাবা আব্দুল্লাহ মিয়া ও মায়ের ঝগড়া হতো। এর জের ধরে মঙ্গলবার বিকেলে আল আমিন তাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরটির বেশিরভাগই পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানায়, আল আমিন মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তার বাবা ও মাকে জ্বালাতন করতেন। এর জেরেই তিনি ঘরে আগুন দেন।

চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ বিজয় সিংহ জানান, এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তার ধারণা আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ জানান, ঘরে আগুন লাগানোর খবর থানায় এসেছে। অভিযুক্ত ছেলে ও তার বাবার; উভয়ের বিরুদ্ধেই থানায় মামলা রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি