image

সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

 প্রতিনিধি,সাভার (ঢাকা)

কোটি টাকার মূল্যের হেরোইনসহ আশরাফ ওরফে ইমাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলার উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।এরআগে বুধবার রাতে হেমায়েতপুরের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লা থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটককৃত আশরাফ ওরফে ইমাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা চাকপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। বর্তমানে সাভারের জয়নাবাড়ি গ্রামের ইসহাক মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

এ বিষয়ে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব জানান,গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়।এসময় আশরাফের ভাড়া বাড়িতে তোষাকের নিচ থেকে লুকানো অবস্থায় প্রায় এক কেজি ৪০০ গ্রাম হেরোইন তল্লাশি করে জব্দ করা হয়েছে।যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।

 এসময় পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, আশরাফ চিহ্নিত বড় ধরনের মাদক কারবারি। নিজের পরিচয় আড়াল করে মাদক বিক্রি করে আসছিলেন। গত ৫ মাস ধরে এই এলাকায় অবস্থান করছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি