১২ ঘণ্টার ব্যবধানে ফের খুন বৃদ্ধা

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার তিতাসে ১২ ঘণ্টার ব্যবধানে আবারো খুন হয় মিনরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতের কোন এক সময় বৃদ্ধার শয়ন কক্ষে জবাই করে দুই হাতের রগ কেটে হত্যাকান্ড ঘটায় দৃর্বৃত্তরা। নিহত মিনরা বেগম উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি উত্তর পাড়া সরকার বাড়ীর মৃত তারা মিয়া বেপারীর স্ত্রী। নিহতের সৌদী প্রবাসী ছেলে ফারুক সরকারের স্ত্রী সাবিনা ইয়াসমিন পলি জানান, প্রতিদিনের মত খাবার খেয়ে যার যার কক্ষে শুয়ে পড়েন তারা। সকালে নামাজের জন্য শ্বাশুড়ীকে ডাকলেও কোন সাড়া না পেয়ে মুখের দিক থেকে কাথা সরিয়ে নেন। দেখেন জবাই করা ও হাতের রগ কাটাসহ শরীরের বেশ কিছু জায়গা কাটা। পরে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসেন। তিনি দৈনিক সংবাদের প্রতিনিধিকে বলেন, কে বা কারা কখন এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি অনুমানও করতে পারছে না।

নিহতের একমাত্র মেয়ের জামাই আয়নল হক ও স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে এক জোড়া পুরুষ মানুষের জুতা পেয়েছে পুলিশ। তাদের ধারণা চুরি করতে এসে ধরা পরে যাওয়ায় কিংবা পরকিয়া সক্রান্তে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে রহস্যময় এ হত্যায় পুলিশের পাশাপাশি কুমিল্লা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডি.বি)সহ একাধিক তদন্তকারী সংস্থা তদন্ত কার্যক্রম পরিচারলনা করছেন বলেও জানা যায়।

এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, হত্যাকান্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে যাই। বৃদ্ধার শয়ন কক্ষের খাটের উপর থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করি। এলাকাবাসীর গুঞ্জন মতে, পরকিয়ার বিষয়টি সামনে রেখে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বিকালে একই উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে ও ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মো. জহিরুল ইসলামকে বর্তমান চেয়ারম্যান ও থানা পুলিশের সামনে থেকে তুলে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষ সাইফুল মেম্বারসহ ভাড়াটে সন্ত্রাসীরা।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি