লক্ষ্মীপুরের রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. শাহিন ও মো. সাহেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত সোমবার দুপুরে রামগতি থানা পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেন। পরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের নুর আজমের ছেলে ও সাহেদ চর নেয়ামত গ্রামের সুফিরহাট এলাকার রেজাউল হকের ছেলে।পুলিশ জানায়, জনতা বাজার এলাকায় রাতে একটি খোলা জমিতে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে