image
মানিকগঞ্জ : ঐতিহ্যের প্রতিযোগিতায় ঘোড়া নিয়ে ছুটছেন প্রতিযোগীরা -সংবাদ

ঘিওরে দুইশ’ বর্ষী ঘোড়দৌড়ে হাজারো মানুষের ঢল

রোববার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রতিনিধি, মানিকগঞ্জ

সনাতন ধর্মাবম্বীদের অন্যতম সরস্বতী পূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গত বৃহস্পতীবার বিকেলে দু’শ বছরের ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

শীত এবং ঘন কুয়াশা উপেক্ষা করে দুপুরের পর থেকেই বালিয়াখোড়া, বৈলট, বাটরাকান্দি, মাইলাগী,ঘিওর উত্তর পাড়া, গোলাপনগর কাহেতারা, ফুলহাড়া, রামকান্তপুর, শ্রীবাড়ি, মৌহালী, ঘিওর, কুস্তা, পয়লা, সিংজুরী নাগরপুর এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলের নারী পুরুষ ও দর্শনার্থীরাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বালিয়াখোড়া মাঠ। বাড়ির পাশে এমন প্রতিযোগিতা দেখতে পেরে উচ্ছাসিত কিশোর কিশোরীরা।

দেশের বিভিন্ন স্থান থেকে ৩০জন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। তিনটি গ্রুপে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি সদস্য মনসুর উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা যুব লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান জনি, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান প্রমুখ ।

‘সারাদেশ’ : আরও খবর

» মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

» ময়মনসিংহের দীপু দাস হত্যা: আরও একজন গ্রেপ্তার

সম্প্রতি