দেশের উত্তরাঞ্চলে বেশ কিছুদিন ধরে শৈত্যপ্রবাহ না থাকায় তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। তবে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে না বাড়ায় শীতের অনুভূতি রয়েই গেছে। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজ সোমবার সকালে জানান, বর্তমানে উত্তরাঞ্চলে দিনে তাপমাত্রা কমার এবং রাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে উত্তরাঞ্চলে রাত-দিন উভয়ের তাপমাত্রাই সামান্য কমবে। আর আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বর্তমানে এ অঞ্চলে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে রয়েছে।
আবুল কালাম মল্লিক আরও জানান, উত্তরাঞ্চলে যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, সে অনুযায়ী এলাকাভেদে শীতের অনুভূতি বেশি রয়েছে। এটি নির্ভর করে সে এলাকার অবস্থান, মানুষের জীবনযাত্রাসহ বিভিন্ন বিষয়ের ওপর।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না