চট্টগ্রাম সিটি করপোরেশন অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটানোর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টায় টাইগারপাসের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। এ সময় প্রায় ২০ থেকে ২৫ জন ঠিকাদার অনুমতি ছাড়া তার কক্ষে ঢুকে কথা বলার এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে ঠিকাদাররা প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর ঠিকাদাররা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর জানান, ২০ থেকে ২৫ জন ঠিকাদার হঠাৎ তার কক্ষে ঢুকে মারধর শুরু করে। এসময় তাকে গালিগালাজও করা হয়। ভাঙচুর করা হয় কক্ষ ও বাইরের নেমপ্লেট। তার অভিযোগ,পছন্দমতো কাজ না দেয়ায় ঠিকাদাররা এ হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে আসেন, সিটি মেয়র ও পুলিশ কর্মকর্তারা।
জানা গেছে, মো. গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করা হয়।
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
চট্টগ্রাম সিটি করপোরেশন অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটানোর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টায় টাইগারপাসের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। এ সময় প্রায় ২০ থেকে ২৫ জন ঠিকাদার অনুমতি ছাড়া তার কক্ষে ঢুকে কথা বলার এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে ঠিকাদাররা প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর ঠিকাদাররা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর জানান, ২০ থেকে ২৫ জন ঠিকাদার হঠাৎ তার কক্ষে ঢুকে মারধর শুরু করে। এসময় তাকে গালিগালাজও করা হয়। ভাঙচুর করা হয় কক্ষ ও বাইরের নেমপ্লেট। তার অভিযোগ,পছন্দমতো কাজ না দেয়ায় ঠিকাদাররা এ হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে আসেন, সিটি মেয়র ও পুলিশ কর্মকর্তারা।
জানা গেছে, মো. গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করা হয়।
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।