পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নৌকাডুবে জুলুমাত শেখ ( ৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় সুজন শেখ ( ৩২) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত যুবককে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত ১২ টার সময় শাঁখারীকাঠি ইউনিয়নের গিলতলা নতুন ব্রীজের কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ওয়াহাব উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, রাত ১২ টার দিকে স্থানীয় ফোনে ঘটনাস্থালে গিয়ে ছোট নদীতে ইট বোজাই একটি ডুবে যাওয়া নৌকার মাস্তুল ভেংগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি আরো জানান, ওই দুই ব্যাক্তি ঘুমান্ত অবস্থায় ইট বোজাই নৌকায় ছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে সুজন শেখ নৌকা দিয়ে বের হতে পারলেও অপরজন বের হতে পারে নাই।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবীর জানান, ফায়ার সার্ভিস নিজস্ব ডুবারী না থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করে ভাটায় পানি কমে গেলে স্থানীরা মাস্তুল ভেংগে লাশ বের করে। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা
বিজ্ঞান ও প্রযুক্তি: সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫