রাজশাহীর পর্যটন শিল্পের বিকাশে নগরীর হোটেল-রোস্তরার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রেসকিউ প্রকল্প। পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে নগরীর হোটেল-রোস্তরার ৪ শ’জন কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করবে ইএসডিও। প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা মান সনদ প্রদান করা হবে। সোমবার(৩০ জানুয়ারী) সকালে রাজশাহী নগরীর দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্টে রেস্তোরা মালিক, স্থানীয় কর্তৃপক্ষ ও বেসরকারী ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এইসব তথ্য তুলে ধরা হয়।
রাজশাহী জেলা রেঁস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইএসডিও-রেসকিউ প্রকল্পের ফোকাল পার্সন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান। সভায় রেসকিউ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মএলাকা, কার্যক্রম এবং হোটেল মালিক সমিতির সাথে আলোচনার উদ্দেশ্য তুলে ধরা হয়। কর্মসূচী বাস্তবায়নে রাজশাহী হোটেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা মান অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং কাজের ব্যবস্থা করা হবে।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ