চসিকের পরিচালকের ওপর হামলা প্রতিবাদে এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।

গত সোমবার বিকালে রাজবাড়ী এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

রাজবাড়ী এলজিইডি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন।

এসময় সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী জোনায়েদ হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী মো. আলিউর রহমান, মেকানিক্যাল ফোরম্যান জুবাইদুর রহমান, ল্যাবরেটরী টেকনিশিয়ান আঃ মালেক, হিসাব রক্ষক মো. মামুনুর রশিদ, উচ্চমান সরকারী খন্দকার আশরাফুল হক, ষাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আকরাম হোসেনসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন জানান, গত রোববার বিকেলে টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রকল্প পরিচালক ইয়াজদানীর কক্ষে প্রবেশ একদল দুর্বৃত্ত ঢুকে তাকে মারধর করে। এসময় হামলাকারীরা প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভেঙে ফেলে। এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি