সোনারগাঁয়ে লোকজ উৎসবে উদীচীর সাংস্কৃতিক সন্ধ্যা

মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখা। গত সোমবার সন্ধ্যায় লোকজ উৎসবের ময়ুরপঙ্খী মঞ্চে এই অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় দলীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে দলীয় সংগীত পরিবেশন করেন, দোলন রানী, নৈশি রানী অত্রি, প্রিয়ন্তি, সেতু, অমৃতা, বর্ষা, মৈত্রী, ময়না রানী, শংকর প্রকাশ ও রুপন্তী এবং একক সংগীত পরিবেশন করেন প্রিয়ন্তি, দোলন রানী, রুপন্তী, নৈশি, অত্রি, সেতু, অমৃতা, মৈত্রী, প্রমুখ। তবলায় ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি এ একে এম বাহাউদ্দিন।

‘সারাদেশ’ : আরও খবর

» নান্দাইলে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

» নিরাপত্তাহীনতায় শৈশব, ২০২৫ সালেও শিশুদের সঙ্গী সহিংসতা ও শঙ্কা

» মাঠ ভরে ফসলে, ঘর ভরেনি স্বস্তি আদিবাসী নারীর বেদনার দিনলিপি

সম্প্রতি