image
নড়াইল : এলজিইডির নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন -সংবাদ

এলজিইডির কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

প্রতিনিধি, নড়াইল

এলজিইডির নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে গত সোমবার বিকেলে অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, সিনিয়র সহকারী প্রকৌশলী আসিফ রেজা, সদর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী বিপুল কুমার অধিকারী, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চঞ্চলসহ অনেকে।

বক্তারা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক গোলাম ইয়াজদানীকে গত রোববার বিকেলে তার কার্যালয়ে ঢুকে মারধর করেন একদল ঠিকাদার। ওই রাতে সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে ১০ জন ঠিকাদারের নাম উল্লেখ করে চট্টগ্রামের খুলশী থানায় মামলা দায়ের করেন। এছাড়া পাঁচ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি