image

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরের সিঁধ কেটে মা-দুই সন্তানকে কুপিয়ে জখম

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩
প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে মা ও দুই শিশুসন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন, মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ জানান, মনির ইটভাটার শ্রমিক। গ্রামের অন্যান্য বাড়ি থেকে মনিরের বাড়িটা কিছুটা নীরব এলাকায়। ইট তৈরির মৌসুম থাকায় সে ইটভাটায় রয়েছে। বাড়িতে শুধু তার স্ত্রী ও দুই শিশুসন্তান থাকেন। বুধবার রাতে কোনো এক সময় সিঁদ কেটে ঘরে ঢুকে মনিরের স্ত্রী ও দুই শিশুসন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে দেখি তিনজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এ সময় তাদের দ্রুত স্থানীয়দের দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কোপালেও ঘরের কোনো জিনিস নেয়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আমরা পুলিশকে খবর দিয়েছি।

এই বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি