বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মিষ্টিমুখ করিয়েছেন বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রভিত্তিক ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে গেলে তাকে আপ্যায়ন করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিকেলে কেন্দ্রভিত্তিক ফলের শিট নিতে আসেন এই স্বতন্ত্র প্রার্থী। অফিসে এসেই জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে তাকে আপ্যায়ন করতে বলেন। এরপরই তার জন্য আনা হয় মিষ্টি।
আরও পড়ুন- হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে বললেন সিইসি
হিরো আলমের অভিযোগ ভিত্তিহীন: ইসি রাশেদা