image

রাকিব হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি যশোর :

যশোরের অভয়নগরের রাকিব হত্যা মামলার আসামি জুয়েলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে যশোর ডিবি পুলিশের কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিবি ইন্সপেক্টার রুপন কুমার সরকার।

জুয়েলকে ঢাকার সাভারস্থ নিমেরটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তার জুয়েল তার সঙ্গীদের নিয়ে গত বছরের ১২ মে সকালে অভয়নগরের জমিরাবাজার রোডের ওপর রাকিবকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়। এই মামলার তদন্তকালে ডিবি পুলিশ রাকিব হত্যায় জড়িত জুয়েলকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি