বন্ধুর সাথে গোসল করতে নেমে নিখোঁজ শিহাব হাসান (১১) এর মরদেহ ৪ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দুপুর ৩টা দিকে মেঘনা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোসেন্দি ভবানীপুর এলাকা সংলগ্ন নদীতে বন্ধুর সাথে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। নিহত মাদ্রাসা ছাত্র শিহাব হাসান (১১) হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সে হোসেন্দি এলাকার ভবানীপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। একইসময় মৃত শিহাবের বন্ধু কুমিল্লার মুরাদনগর উপজেলার জহিরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল তামিম (১০) কে সুস্থ অবস্থায় নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, সকালে ফুটবল খেলা শেষে বন্ধু তামিমের সাথে নদীতে গোসল করতে নামে শিহাব। একপর্যায় স্রোতে দুইজন ভেসে যেতে থাকলে তারা ডাক-চিৎকার করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা নদী থেকে তামিমকে উদ্ধার করে। এসময় পানিতে তলিয়ে যায় শিহাব। পরে নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেব দুলাল ব্যানার্জি জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের খবর পেয়ে ডুবুরি টিমের সদস্যরা নিখোঁজের সন্ধানে নদীতে অভিযান চালায়। পরে ঢাকা থেকে ডুবুরি টিমের সদস্যরা এসে পৌছালে তাদের দুই ঘন্টার প্রচেষ্টায় দুপুর ৩টার দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নদীর দুই পাড়ে উভয়ের আত্মীয় স্বজন সহ আশ পাশের এলাকার মানুষ জড়ো হয়।
রোববার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩
বন্ধুর সাথে গোসল করতে নেমে নিখোঁজ শিহাব হাসান (১১) এর মরদেহ ৪ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দুপুর ৩টা দিকে মেঘনা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোসেন্দি ভবানীপুর এলাকা সংলগ্ন নদীতে বন্ধুর সাথে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। নিহত মাদ্রাসা ছাত্র শিহাব হাসান (১১) হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সে হোসেন্দি এলাকার ভবানীপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। একইসময় মৃত শিহাবের বন্ধু কুমিল্লার মুরাদনগর উপজেলার জহিরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল তামিম (১০) কে সুস্থ অবস্থায় নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, সকালে ফুটবল খেলা শেষে বন্ধু তামিমের সাথে নদীতে গোসল করতে নামে শিহাব। একপর্যায় স্রোতে দুইজন ভেসে যেতে থাকলে তারা ডাক-চিৎকার করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা নদী থেকে তামিমকে উদ্ধার করে। এসময় পানিতে তলিয়ে যায় শিহাব। পরে নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেব দুলাল ব্যানার্জি জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের খবর পেয়ে ডুবুরি টিমের সদস্যরা নিখোঁজের সন্ধানে নদীতে অভিযান চালায়। পরে ঢাকা থেকে ডুবুরি টিমের সদস্যরা এসে পৌছালে তাদের দুই ঘন্টার প্রচেষ্টায় দুপুর ৩টার দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নদীর দুই পাড়ে উভয়ের আত্মীয় স্বজন সহ আশ পাশের এলাকার মানুষ জড়ো হয়।