বিদ্যুৎস্পৃষ্টে ভাই বোনের মৃত্যু

প্রতিনিধি, শাহরাস্তি

শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার ছেলে আবদুর রহমান ফাহিম (৭) ঘরের অদূরে টিউবওয়েলের সাথে সংযুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তখন বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচতে এগিয়ে এলে সেও ওই তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মকর্তা ডা. নুসরাত জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি