শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির পাল্টাপাল্টি কমিটি

রোববার, ১৯ মার্চ ২০২৩
প্রতিনিধি, কেশবপুর (যশোর)

কেশবপুর উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির একটি কমিটিকে বাতিল করে ২৩ সদস্য বিশিষ্ট পাল্টা একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সমিতি কার্যালয়ের পাশে বর্তমান কমিটির সভাপতি ও কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ সরদারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। সমিতির সভাপতি আব্দুস সামাদ সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেশবপুর উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মাচারী কল্যাণ সমিতির ২০তম বার্ষিক সম্মেলন গত ২৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সংগঠনের সভাপতি আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর সমিতির বর্তমান সভাপতি আব্দুস সামাদ সরদারসহ অন্য সদস্যদের অবহিত না করে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে সভাপতি, ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্তকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়া হয়। এরপর ফেসবুকে প্রচারিত কমিটির নেতৃবৃন্দ ১৮ ও ২২ মার্চ সমিতির সভা আহবান করলেও তারা সমিতির কার্যালয়ে উপস্থিত না হয়ে তালাবদ্ধ করে রাখেন। এরই প্রতিবাদে সমিতির কার্যালয়ের পাশে আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে এক জরুরি সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণাসহ ফেসবুকে প্রচারিত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি