টাঙ্গাইলের সখীপুরে স্বামীর পরকীয়ায় অভিমানে স্ত্রী নুরুন্নাহার (২৮) বিষপান করে আত্মহত্যা করেছন। রোববার সকাল ৮টায় উপজেলার কালমেঘা ইন্দ্রাচালা এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ উপজেলা কালমেগা ইন্দ্রাচালা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে ও বহুরিয়া ইউনিয়নের মেম্বার আফজাল হোসেনের ছোট বোন।
এলাকাবাসী সূত্র জানা যায়, স্বামী পরকীয়ায় আসক্ত থাকায় প্রায় স্বামীর সাথে ঝগড়া হতো স্ত্রী নরুন্নাহারে। এই অভিমানে রোববার সকালে বিষপানে আত্মহত্যা করে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনায় লাশ উদ্ধার করতে ঘটনা স্থলে পুলিশ পাঠনো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।