image

বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রতিনিধি, বগুড়া :

বগুড়া শহরে স্কুলবাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান জানিয়েছেন।

নিহত ভ্যানচালক আনিছার রহমান (৫২) সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার প্রয়াত বগার ছেলে। এ ঘটনায় বিএএফ শাহীন স্কুলের ওই বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।

স্থানীয়দের পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সকালে আলু বোঝাই একটি অটোভ্যান নিয়ে রাস্তার পূর্ব পাশ থেকে মাটিডালী দিকে যাচ্ছিলেন আনিছার।এ সময় সাতমাথার দিক থেকে আসা বিএএফ শাহীন স্কুলের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান।

এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

» প্রশাসনের নিষ্ক্রিয়তা, বুড়ি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

সম্প্রতি