image

চট্টগ্রামে ২৪ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার মৃত ধনঞ্জয়ের ছেলে মিঠন ধর (২৯), সন্দ্বীপ উপজেলার আব্দুল বাতেনের ছেলে মো. বাবর ওরফে বাবুল (৩৫), একই উপজেলার মো. শাহজাহানের ছেলে মো. শাহেদ (২৬) ও মৃত নুরুল আলমের ছেলে মো. রিপন (৪০) এবং লোহাগাড়া উপজেলার নুরুল আব্বাসের ছেলে মো. খোরশেদ আলম (২৯)।

পুলিশ জানায়, শনিবার (২৫ মার্চ) নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশনের পাশে গ্রামীণ মাঠ রাস্তার ওপর একটি চোরাই মোটরসাইকেলসহ মিঠন ধর ও মো. বাবরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে সন্দ্বীপ উপজেলায় অভিযান চালিয়ে মো. শাহেদ ও মো. রিপনকে ২৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে খোরশেদ আলম নামে চক্রের আরেক সদস্যকে কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিম অভিযান পরিচালনা করে ২৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত পাঁচজনকে আজ (রোববার) আদালতে পাঠানো হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি