image

আখাউড়ায় বিজিবি- বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

রোববার, ২৬ মার্চ ২০২৩
মো.মানিক মিয়া , আখাউড়া প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি - বিএসএফের মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬শে মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে এ সিরিমনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজিবি’র পক্ষ থেকে-বিএসএফ শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি প্রদান করা হয় এবং বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি ও বিএসএফের উভয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় ভারতীয় বিএসএফের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা,সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ । এসময় উপস্থিত ছিলেন বিজিবি-বিএসএফের অন্যান্য কর্মকর্তাগন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি