অবৈধভাবে বালু উত্তোলন জরিমানা

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাটে সুতাং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্ত আ. শহীদ উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির রহমতাবাদ গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, উপজেলার চান্দপুর বস্তি সংলগ্ন সুতাং নদী হতে বিধি বহির্ভূতভাবে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আঃ শহীদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি