মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে রোগীসহ ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ মার্চ) দুপুর ১২টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের নিলখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের নিলখোলা নামক স্থানে বরিশাল হতে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রোগীসহ অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে এসে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
এতে রোগীসহ ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় সাকুরা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা