ফরিদপুরে ভুল চিকিৎসায় এক প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠছে স্থানীয় মা ও শিশু জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। নবজাতকের মায়ের জরায়ু কাটা পড়ায় মৃত্যু যন্ত্রণা ছটফট করছেন ওই নারী।
বর্তমানে ওই প্রসূতি হাসপাতালটির তৃতীয় তলার ৩০৭ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।
অপচিকিৎসার শিকার হওয়া নারী রিক্তা বেগম ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের মোহনমিয়া নতুন হাট এলাকার মো. রুবেল মোল্যার স্ত্রী।
জানা যায়, গত ২৫ মার্চ সন্ধ্যায় প্রসব ব্যাথা নিয়ে ফরিদপুর শহরের অবস্থিত ‘মা ও শিশু জেনারেল হাসপাতাল’এ ভর্তি হন রিক্তা বেগম। পরে রাত সাড়ে ৮টার দিকে তড়িঘড়ি করে সিজার করানোর জন্য হাসপাতালটির ওটিতে নেওয়া হয় তাকে। এসময় ওই গর্ভবতী নারীর সিজার করতে গিয়ে কেটে ফেলা হয় জরায়ু।
পরে নবজাতককে বের করতে পারলেও ওই নারীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতাল প্রাঙ্গণ।
ওই নারীর শ্বশুর মো. রফিক মোল্যা ও শাশুড়ি সোহাগী বেগম অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণে তার ছেলের বৌয়ের এ পরিণতি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন তারা।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মাজেদুর রহমান জানান, এ বিষয়ে তদন্ত করে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অর্থ-বাণিজ্য: চরম গ্যাস সংকটে বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়েছে
অর্থ-বাণিজ্য: বিমানের পরিচালক হলেন খলিলুর, তৈয়ব ও ইসি সচিব
অর্থ-বাণিজ্য: দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯৪০ কোটি ডলার
অর্থ-বাণিজ্য: বিএইচবিএফসির খেলাপি ঋণ কমে ৩.৪৫%