নওগাঁয় যৌনপীড়নকারীর ৩ বছর জেল, জরিমানা

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁয় যৌনপীড়নকারী বকুল হোসেনকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে পনের দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডিত ব্যক্তি সাপাহার থানার বলদিয়াঘাট গ্রামের মৃত আ. সালামের ছেলে। গত বুধবার (২৯ মার্চ) নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার জেলা দায়রা জজ, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত বকুল হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানা যায়, বকুল হোসেন ২০১৩ সালের ১৮ অক্টোবর বেলা অনুমান ১১ ঘটিকায় সাপাহার উপজেলার তোজাম্মেল হকের বাড়িতে ঢুকে মেয়ের জামাইয়ের সামনে তার মেয়ের সাথে অশ্লীলতা আচরণ করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তোজাম্মেল হক ২০১৩ সালের ২২ অক্টোবর সাপাহার থানায় একটি এজাহার দায়ের করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি