বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের ঘটনার নয় দিন পর মামলা দায়ের করা হয়েছে। শিশুটির বাবা বাদি হয়ে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোজাহার আলীর ছেলে আশরাফ আলীর (৫৫) বিরুদ্ধে শেরপুর থানায় বুধবার (২৯ মার্চ) এই মামলাটি করেন। তবে ঘটনার পর থেকেই পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকেলে আট বছরের শিশু মেয়েটি বাড়ির সামনে খেলা করছিলো। প্রতিবেশী আশরাফ আলী মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে ঘটনাটি প্রকাশ না করতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় আশরাফ আলী। এরপর আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেন গ্রাম্য মাতব্বররা।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব