হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া রাস্তার ব্রিজের নিজে গত বুধবার দিবাগত রাতে কে বা কারা গলাকাটা অবস্থায় একজন যুবকের লাশ ফেলে রেখে যায়। পরদিন বৃহস্পতিবার ভোরে লাশটি দেখে এলকার লোকজন পুলিশকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। জানতে চাইলে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, লাশটি এখনো শনাক্ত করা যায়নি, তবে সূরতহাল রিপোর্টের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।