সৌদিতে বাস দুর্ঘটনা, নিভে গেল তুষারের মায়ের স্বপ্নের প্রদীপ

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
চাঁদপুর সংবাদদাতা

বাবা থেকেও নেই। দ্বিতীয় বিয়ে করে অন্যত্র। মা আর ভাই-বোনকে নিয়ে সুখী হতে সৌদি আরবে যান তুষার মজুমদার। কোম্পানির মাধ্যমে ওমরাহ হজ্জ পালন করতে গিয়ে বাস দুর্ঘটনায় নিভে গেলো তার প্রাণ। একই সাথে নিভে গেলে পুরো পরিবারের স্বপ্নগুলো। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তুষার মজুমদার (২৫), সে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মনির মজুমদারের ছেলে। সম্প্রতি সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় তুষার মজুমদার মারা যান।

২৯ মার্চ বুধবার বিষয়টি নিশ্চিত করেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার। পারিবাবের সদস্যদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, গত ১১ মাস আগে সৌদি আরবের একটি কোম্পানির ভিসায় শ্রমিক হিসেবে বিদেশে পাড়ি জমায় তুষার। গেল ২৭ মার্চ ওই কোম্পানির মাধ্যমেই ওমরাহ করতে মদিনা যাচ্ছিলেন তুষার মজুমদার। পথে মধ্যে সৌদি আরবের আসির প্রদেশের আবহা এলাকায় ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়। এতে তুষার মজুমদারসহ ১৮ জন বাংলাদেশী নিহত হয়। নিহত তুষার দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় ছিল। ঘিলাতলী এলাকার ব্যবসায়ী মহন ঢালী জানান, গত ১১ মাস আগে তুষার আমার দোকান থেকে চাকরি ছেড়ে কাজের জন্য সৌদি আরব যায়। সেখান থেকেই সে ওমরা করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» রাণীশংকৈলে পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

» আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যুর অভিযোগ

» খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যশোরে যুবকের মৃত্যু

» প্রেমের বিয়ে মেনে না নেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

» রংপুরে শৈত্যপ্রবাহ ৫ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

» শরীয়তপুরে ছুরিকাঘাতের পর শরীরে আগুন, দগ্ধ খোকন দাসের মৃত্যু

সম্প্রতি