image

চট্টগ্রামে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রোববার, ২৮ মে ২০২৩
প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। রোববার (২৮ মে) ভোরে শহরের সৈয়দ পাড়ায় একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

এতে দগ্ধরা হলেন, নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও মেয়ে ফিরিয়া (৩) এবং ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

» যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

সম্প্রতি