image

প্রজনন স্বাস্থ্য নিয়ে মহিলা পরিষদের সচেতনতামূলক সভা

সোমবার, ২৯ মে ২০২৩
প্রতিনিধি নারায়ণগঞ্জ,

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় স্বাস্থ্য উপপরিষদের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারীর প্রতি সহিংসতা জনিত মানসিক আঘাত থেকে উত্তরণের উপায় বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (২৯ মে) সাকল এগারোটায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়৷

এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি লক্ষ্মী চক্রবর্তী। আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক স্বাস্থ্য বিভাগের সচিব ডা. মাখদুমা নার্গিস রত্না, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা৷ দীপা ইসলাম, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. পারভীন আহমেদ, জেলা কমিটির সহসভাপতি রীনা আহমেদ, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মামুদ মিয়া, সহকারী প্রধান শিক্ষক রোকেয়া খাতুন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নজরুল প্রধান।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ ও কেন্দ্রীয় কর্মকর্তা রোকেয়া বেগম৷ গান পরিবেশন করেন এসএসসি পরীক্ষার্থী ফাতেমাতুজ জোহরা বৃষ্টি।

নবম- দশম শ্রেণী ছাত্রীরা স্বাস্থ্য সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের বিভিন্ন পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন দেড় শত শিক্ষক-শিক্ষার্থী।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সম্যক ধারনা, এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করতে হয়, তা বিস্তারিত আলোচনা করেন। পারিবারিক নির্যাতন, ঘরে-বাইরে সহিংসতার শিকার নারীদের মানসিক দুরাবস্থা, এই আঘাতগুলো প্রতিকার, নিজেদের ছোট না ভাবা, প্রতিবাদী হওয়া, নারী ও পুরুষ এটা জেন্ডারগত পার্থক্য নিয়ে আলোচনা করেন তারা।

বক্তারা বলেন, তাই নারী নয়, মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কোন সমস্যায় পড়লে পরিবারের কারো সাথে বা স্কুলের শিক্ষক বা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, গোপন করলে সমস্যা বাড়বে, অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে, নিজেদের মানসিক ভাবে শক্তিশালী হতে হবে। ঘরে-বাইরে কোন মেয়ে এই সংক্রান্ত সমস্যায় পড়লে মেয়েদেরকেই দোষারোপ করা হয়। তাই নারী-পুরুষ নির্বিশেষে সকলের দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলাতে হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি