alt

সারাদেশ

শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাৎ

ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ৩০ মে ২০২৩

নোবেল জয়ী ডক্টর মুহম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রাামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও যাদের আসামি করা হয়েছে তারা হলেন ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

মামলার পর এক প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান বলেন, গ্রামীণ টেলিকমের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) অর্থ আত্মসাতের বিষয়ে দুদকের কাছে একটি অভিযোগ আসে। দুদক আইন ও বিধি অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানসহ বোর্ড সদস্যদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে পরস্পর যোগসাজশে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের সত্যতা পায়। এ কারণে প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ ১৩ আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২)(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।

অনুসন্ধানকালে ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে রেজওয়ানুর রহমান সাংবাদিকদের বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়ম অনুযায়ী সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর কমিশনে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। দুদক মামলার প্রধান আসামি প্রফেসর ইউনূসকে গ্রেপ্তার করবে কি না জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্তকালে প্রয়োজন মনে করলে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন। তাকে গ্রেপ্তার করা হবে কি না এটি তদন্ত কর্মকর্তা ঠিক করবেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানকালে দেখা গেছে ১৯৯৫ সালের ৪ অক্টোবর গ্রামীণ টেলিকম কোম্পানি যৌথ মূলধন কোম্পানির নিবন্ধন লাভ করে। গ্রামীণ ফোনে গ্রামীণ টেলিকমের ৩৪ শতাংশ শেয়ার রয়েছে। ২০০৯ সালের ১১ নভেম্বর গ্রামীণ ফোন আইপিওতে আসে এবং গ্রামীণ ফোনের পাবলিক শেয়ার ১০ শতাংশ। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিক-কর্মচারীদের দেয়ার বাধ্যবাধকতা থাকলেও গ্রামীণ টেলিকম নিজেদের অলাভজনক দাবি করে শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ দেয়নি। রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, শ্রমিক-কর্মচারীদের মধ্যে লভ্যাংশ বিতরণের কোন নিয়ম-নীতি নেই এবং এ রকম নিয়ম-নীতি প্রণয়নের কোন প্রয়োজনীয়তা পরিচালনা বোর্ড অনুভব করেনি।

মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য ২০২২ সালের ২৭ এপ্রিল গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত ১০৮তম বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয় গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও গ্রামীণ টেলিকম কোম্পানির সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী ডব্লিউপিপিএফের পাওনা পরিশোধে একটি ব্যাংক হিসাব খোলা হবে এবং ডব্লিউপিপিএফের পাওনা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। অথচ বোর্ডসভার একদিন আগেই ৮ মে ব্যাংক হিসাব খোলা হয়। ব্যাংক হিসাব খোলার আগেই সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয়েছে। এ কারণে ব্যাংক হিসাব নম্বরটি সেটেলমেন্ট এগ্রিমেন্টে থাকার কথা নয়। কিন্তু সেটেলমেন্ট এগ্রিমেন্টে ব্যাংক হিসাবটি উল্লেখ রয়েছে। অর্থাৎ উক্ত সেটেলমেন্ট এগ্রিমেন্টটি জাল/ভুয়া। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও বোর্ড সদস্যরা জেনেশুনে পরস্পর যোগসাজশ করে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে জাল/ভুয়া সেটেলমেন্ট সঠিক হিসেবে ব্যবহার করে অর্থ আত্মসাৎ/আত্মসাতে সহযোগিতা করে দন্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ মে গ্রামীণ টেলিকমের ইউসিবি ব্যাংকের মিরপুর শাখার হিসাব (নম্বর-০৫৬১৩০১০০০০০০০১০) থেকে গ্রামীণ টেলিকমের ঢাকা ব্যাংকের গুলশান শাখার হিসাব (২১৫১৫০০০০২৫৬৮) নম্বরে ৪৩৭ কোটি ১ লাখ ১২ হাজার ৬২১ টাকা স্থানান্তর করা হয়। এরপর ২০২২ সালের ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত ১৫৬ জন শ্রমিক-কর্মচারীকে বিভিন্ন চেকের মাধ্যমে ৩৬৪ কোটি ৬২ লাখ ৬১ হাজার ২৮২ টাকা বিতরণ করা হয়। এসব টাকা বিতরণের এক মাস আগে গ্রামীণ টেলিকমের ঢাকা ব্যাংকের গুলশান শাখার হিসাব (২১৫১৫০০০০২৫৬৮) থেকে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীর নামে ডাচ বাংলা ব্যাংকের লোকাল অফিসের হিসাবে (১০১১১০০০৪৭১৭২) ২০২২ সালের ১৭ মে ১০ কোটি, ২৫ মে ১৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা এবং ৩০ মে ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৮৯ টাকাসহ মোট ২৬ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৫৭ টাকা স্থানান্তর করা হয়। কোনরকম লিখিত ও মৌখিক সম্মতি ছাড়াই এসব অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ডাচ বাংলা ব্যাংকের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। যা দন্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২২ জুন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ টেলিকমের ১০৯তম বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয় গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের হিসাবে সুদ গণনায় ভুল হওয়ায় তাদের পাওনার পরিমাণ ৪৩৭ কোটি ১ লাখ ১২ হাজার ৬২১ টাকার স্থলে ৪০৯ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৮৯ টাকা হবে। এটি ২০১০ সাল থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ১৬৪ জন শ্রমিক-কর্মচারীর পাওনা। সেটেলমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী এ পরিমাণ টাকার ৬ শতাংশ অ্যাডভোকেট ফি হিসাবে ২৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৩৬৭ টাকা পরিশোধের কথা থাকলেও ২৬ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৫৭ টাকা পরিশোধ করা হয়। অর্থাৎ ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার অতিরিক্ত পরিশোধ করা হয়। গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ইউনূসের নির্দেশে বেআইনিভাবে কর্মচারী না হওয়া সত্ত্বেও জাল/ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের ভিত্তিতে প্রতারণামূলকভাবে পরস্পর যোগসাজশ করে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার নামে অতিরিক্ত অ্যাডভোকেট ফি ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৮৯ টাকা প্রদান করে, যা দন্ডবিধি ও মানিলন্ডারিং ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

ছবি

মুন্সিগঞ্জে লঞ্চে দুই তরুণীকে মারধর, ভিডিও ভাইরালের পর নেহাল আহমেদ নামে যুবক আটক

জমি নিয়ে সংঘর্ষে বসতঘর ভাঙচুর, আহত ১০

ছবি

সিয়ামের মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিক্ষার্থীদের

গাংনীতে ট্রলিচাপায় শিশু নিহত

আকিকার মাংস নিয়ে সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর, আহত ১৫

ভারতীয় তোতাপুরি ছাগল-দুম্বাসহ পাচারকারী আটক

শরণখোলায় সুন্দরবন থেকে আসা হরিণ উদ্ধার

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

এক হাজার টাকায় স্ত্রীকে বিক্রি, নির্যাতনের পর হত্যা, গ্রেপ্তার ৪

স্বামী-স্ত্রীর ঝগড়ায় আগুনে পুড়ল ভাড়া বাড়ির ৫ কক্ষ

ফিলিং স্টেশনে যানবাহনের গ্যাস যাচ্ছে কলকারখানা বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয়

চুয়াডাঙ্গার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বাঁকখালী নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ছবি

রাঙ্গুনিয়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, খালের গতিপথ বিপন্ন

ছবি

গাছ ও পাহাড় কেটে সীমান্তে তৈরি হচ্ছে চোরাই পথ

অপারেশন ডেভিল হান্টে আ’লীগ নেতাসহ আটক ৩

চাটখিলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের দুধ দিয়ে গোসল

ছবি

তিল চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের

মাদারগঞ্জে সংযোগ সড়কে ধস, ৫ মাসে সংস্কারের উদ্যোগ

মুন্সীগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান, জরিমানা

নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে নিহত ১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ৪ ছাত্রকে পিটিয়ে আহত

ছবি

ভালুকায় বোরো ধান কাটায় শ্রমিক সংকট, হিমশিম খাচ্ছে কৃষক

ছবি

ভোলায় বাস শ্রমিকদের বাধা ও আরোপিত শর্তের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

যশোরে ‘ছদ্মবেশে’ পালিয়ে থাকা ৩৩ মামলার আসামি কাজী তারেক আটক

পোরশায় বর্গাচাষিদের ওপর দুর্বৃত্তদের হামলা, আটক ২

রাজশাহী সীমান্তে বিজিবির টহল জোরদার

লোহাগড়ায় নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

বেরোবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া যুবক আটক

রংপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল

ছবি

আঙুর চাষে ঝুঁকি নিয়ে সফল কালীগঞ্জের আলামিন

গৌরনদীতে রাস্তা পারাপারের সময় বৃদ্ধ পথচারীর মৃত্যু

অভিযানে আ’লীগ নেতা গ্রেপ্তার

রাউজানে আ’লীগ নেতা গ্রেপ্তার

tab

সারাদেশ

শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাৎ

ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩০ মে ২০২৩

নোবেল জয়ী ডক্টর মুহম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রাামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও যাদের আসামি করা হয়েছে তারা হলেন ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

মামলার পর এক প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান বলেন, গ্রামীণ টেলিকমের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) অর্থ আত্মসাতের বিষয়ে দুদকের কাছে একটি অভিযোগ আসে। দুদক আইন ও বিধি অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানসহ বোর্ড সদস্যদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে পরস্পর যোগসাজশে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের সত্যতা পায়। এ কারণে প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ ১৩ আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২)(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।

অনুসন্ধানকালে ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে রেজওয়ানুর রহমান সাংবাদিকদের বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়ম অনুযায়ী সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর কমিশনে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। দুদক মামলার প্রধান আসামি প্রফেসর ইউনূসকে গ্রেপ্তার করবে কি না জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্তকালে প্রয়োজন মনে করলে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন। তাকে গ্রেপ্তার করা হবে কি না এটি তদন্ত কর্মকর্তা ঠিক করবেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানকালে দেখা গেছে ১৯৯৫ সালের ৪ অক্টোবর গ্রামীণ টেলিকম কোম্পানি যৌথ মূলধন কোম্পানির নিবন্ধন লাভ করে। গ্রামীণ ফোনে গ্রামীণ টেলিকমের ৩৪ শতাংশ শেয়ার রয়েছে। ২০০৯ সালের ১১ নভেম্বর গ্রামীণ ফোন আইপিওতে আসে এবং গ্রামীণ ফোনের পাবলিক শেয়ার ১০ শতাংশ। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিক-কর্মচারীদের দেয়ার বাধ্যবাধকতা থাকলেও গ্রামীণ টেলিকম নিজেদের অলাভজনক দাবি করে শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ দেয়নি। রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, শ্রমিক-কর্মচারীদের মধ্যে লভ্যাংশ বিতরণের কোন নিয়ম-নীতি নেই এবং এ রকম নিয়ম-নীতি প্রণয়নের কোন প্রয়োজনীয়তা পরিচালনা বোর্ড অনুভব করেনি।

মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য ২০২২ সালের ২৭ এপ্রিল গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত ১০৮তম বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয় গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও গ্রামীণ টেলিকম কোম্পানির সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী ডব্লিউপিপিএফের পাওনা পরিশোধে একটি ব্যাংক হিসাব খোলা হবে এবং ডব্লিউপিপিএফের পাওনা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। অথচ বোর্ডসভার একদিন আগেই ৮ মে ব্যাংক হিসাব খোলা হয়। ব্যাংক হিসাব খোলার আগেই সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয়েছে। এ কারণে ব্যাংক হিসাব নম্বরটি সেটেলমেন্ট এগ্রিমেন্টে থাকার কথা নয়। কিন্তু সেটেলমেন্ট এগ্রিমেন্টে ব্যাংক হিসাবটি উল্লেখ রয়েছে। অর্থাৎ উক্ত সেটেলমেন্ট এগ্রিমেন্টটি জাল/ভুয়া। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও বোর্ড সদস্যরা জেনেশুনে পরস্পর যোগসাজশ করে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে জাল/ভুয়া সেটেলমেন্ট সঠিক হিসেবে ব্যবহার করে অর্থ আত্মসাৎ/আত্মসাতে সহযোগিতা করে দন্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ মে গ্রামীণ টেলিকমের ইউসিবি ব্যাংকের মিরপুর শাখার হিসাব (নম্বর-০৫৬১৩০১০০০০০০০১০) থেকে গ্রামীণ টেলিকমের ঢাকা ব্যাংকের গুলশান শাখার হিসাব (২১৫১৫০০০০২৫৬৮) নম্বরে ৪৩৭ কোটি ১ লাখ ১২ হাজার ৬২১ টাকা স্থানান্তর করা হয়। এরপর ২০২২ সালের ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত ১৫৬ জন শ্রমিক-কর্মচারীকে বিভিন্ন চেকের মাধ্যমে ৩৬৪ কোটি ৬২ লাখ ৬১ হাজার ২৮২ টাকা বিতরণ করা হয়। এসব টাকা বিতরণের এক মাস আগে গ্রামীণ টেলিকমের ঢাকা ব্যাংকের গুলশান শাখার হিসাব (২১৫১৫০০০০২৫৬৮) থেকে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীর নামে ডাচ বাংলা ব্যাংকের লোকাল অফিসের হিসাবে (১০১১১০০০৪৭১৭২) ২০২২ সালের ১৭ মে ১০ কোটি, ২৫ মে ১৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা এবং ৩০ মে ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৮৯ টাকাসহ মোট ২৬ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৫৭ টাকা স্থানান্তর করা হয়। কোনরকম লিখিত ও মৌখিক সম্মতি ছাড়াই এসব অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ডাচ বাংলা ব্যাংকের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। যা দন্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২২ জুন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ টেলিকমের ১০৯তম বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয় গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের হিসাবে সুদ গণনায় ভুল হওয়ায় তাদের পাওনার পরিমাণ ৪৩৭ কোটি ১ লাখ ১২ হাজার ৬২১ টাকার স্থলে ৪০৯ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৮৯ টাকা হবে। এটি ২০১০ সাল থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ১৬৪ জন শ্রমিক-কর্মচারীর পাওনা। সেটেলমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী এ পরিমাণ টাকার ৬ শতাংশ অ্যাডভোকেট ফি হিসাবে ২৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৩৬৭ টাকা পরিশোধের কথা থাকলেও ২৬ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৫৭ টাকা পরিশোধ করা হয়। অর্থাৎ ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার অতিরিক্ত পরিশোধ করা হয়। গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ইউনূসের নির্দেশে বেআইনিভাবে কর্মচারী না হওয়া সত্ত্বেও জাল/ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের ভিত্তিতে প্রতারণামূলকভাবে পরস্পর যোগসাজশ করে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার নামে অতিরিক্ত অ্যাডভোকেট ফি ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৮৯ টাকা প্রদান করে, যা দন্ডবিধি ও মানিলন্ডারিং ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

back to top