?????? ????????? ???
মাগুরা টেক্সটাইল মিলের অবৈধভাবে চাকুরিচ্যুত ২৩ শ্রমিকের করা রিটের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে শ্রমিকদের যোগদান করতে দেয়নি মিল কর্তৃপক্ষ। এ ঘটনাকে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অবজ্ঞা হিসেবে দাবি করছেন বিক্ষুব্ধ ওই শ্রমিকরা। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগদানের ব্যবস্থা করার দাবিতে গত মঙ্গলবার দুপুরে মাগুরা টেক্সটাইল মিলের সামনে মানববন্ধন করেছে তারা। তাদের দাবি ১৯৯৯ সালে তাদেরকে জোর পূর্বক চাকরীচ্যুত করে মিল কর্তৃপক্ষ। ওই চাকরিচ্যুতির বিরুদ্ধে ২৩ জন সাবেক শ্রমিক-কর্মচারী হাইকোর্টে রিট করেন। দীর্ঘ প্রায় ২৩ বছর ওই রিটের শুনানির পর ২০১৭ সালে বিক্ষুব্ধ ২৩ শ্রমিককে চাকুরিতে পুনর্বহালের আদেশ দেন হাইকোর্ট। ওই সময় বিটিএমসি হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল করলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গির হোসেনের বেঞ্চ গত ১৪ মে তারিখের এক নির্দেশে হাইকোর্টের আদেশ বলবৎ রেখে ওই ২৩ কর্মকর্তা-কর্মচারীকে পুনরায় নিয়োগের আদেশ দেন। কিন্তু মাগুরা টেক্সটাইল মিলের মিল ইনচার্জ মো. শরিফুল ইসলাম তাদের যোগদানের আদেশ অমান্য করে যাচ্ছেন।
আবেদনকারী ও মাগুরা টেক্সটাইল মিল সিবিএর সাবেক সভাপতি মো. ফারুকুল ইসলাম বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে মামলা চালিয়ে আমরা এখন নিঃস্ব। বয়সের ভারে আমরা সবাই নুহ্য। এ অবস্থায় সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে তারা যদি আমাদের চাকরিতে পুনঃ নিয়োগ না দেয় তাহলে আমরা এই টেক্সটাইল মিলের গেটেই আত্মাহুতি দেব। আমরা সুপ্রিম কোর্টের আদেশ অমান্যকারীদের দ্রুত বিচার দাবি করছি। এ ব্যাপারে মাগুরা টেক্সটাইল মিলের ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশনাটি আমরা বিটিএমসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি। সেখান থেকে যে নির্দেশ আসবে আমি সে ভাবেই কাজ করবো। তবে এ ব্যাপারে রিভিউর জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে বলে আমি জানতে পেরেছি।
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান
অর্থ-বাণিজ্য: প্রথম নারী এমডি পেল ডিএসই
অর্থ-বাণিজ্য: সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ