নওগাঁর সাপাহারে উপজেলা কৃষি দফতরের আয়োজনে এক বক্তৃতায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষি নির্ভর এই দেশে কেবল কৃষকরাই পারে দেশের সার্বিক উন্নয়নের বিপ্লব ঘটাতে। তাই দেশ গড়ার কাজে কৃষকদের এগিয়ে আসতে হবে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা (অতি:দা:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (আরডিএপি) এর আওতায় তিন দিনব্যপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কষ্ট কমানোর জন্য সরকার প্রতিবছর কৃষিতে কোটি কোটি টাকা ভুর্তুকি দিয়ে আসছে। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরোও বৃদ্ধি করা হবে। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে দেশের স্বার্থে দেশের মানুষের উন্নয়নের স্বার্থে নৌকার প্রতি ভোট চেয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।এসময় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত