নওগাঁর সাপাহারে উপজেলা কৃষি দফতরের আয়োজনে এক বক্তৃতায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষি নির্ভর এই দেশে কেবল কৃষকরাই পারে দেশের সার্বিক উন্নয়নের বিপ্লব ঘটাতে। তাই দেশ গড়ার কাজে কৃষকদের এগিয়ে আসতে হবে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা (অতি:দা:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (আরডিএপি) এর আওতায় তিন দিনব্যপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কষ্ট কমানোর জন্য সরকার প্রতিবছর কৃষিতে কোটি কোটি টাকা ভুর্তুকি দিয়ে আসছে। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরোও বৃদ্ধি করা হবে। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে দেশের স্বার্থে দেশের মানুষের উন্নয়নের স্বার্থে নৌকার প্রতি ভোট চেয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।এসময় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।
আন্তর্জাতিক: ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি-আরব আমিরাত
অর্থ-বাণিজ্য: ই-রিটার্ন দিতে অসমর্থ হলে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে
অর্থ-বাণিজ্য: ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
অর্থ-বাণিজ্য: পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ
অর্থ-বাণিজ্য: বাণিজ্যমেলা শুরু হবে ৩ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন