alt

সারাদেশ

ফরিদপুরে সেতু নির্মাণ কাজের মাটি ধসে ৩ শ্রমিক নিহত, আহত ৪

প্রতিনিধি, ফরিদপুর : বুধবার, ৩১ মে ২০২৩

ফরিদপুরে একটি খালের উপর সেতুর নির্মাণ কাজের সময় পাড়ের মাটি কর্মরত শ্রমিকদের উপর ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার শ্রমিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ মে) বেলা সাড়ে এগারোটার দিকে জেলার সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় তোতা ফকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত তিন শ্রমিক হলেন- বাগের হাট জেলার মোল্লার হাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামের আল আমিন খার ছেলে জাবেদ খা (২৩) এবং ফরিদপুর সদরের কবিরপুর গ্রামের আফজল শেখের ছেলে অন্তর শেখ (২২) ও কুজুরদিয়া গ্রামের ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০)।

আহত শ্রমিকরা হলেন- ফরিদপুর সদরের কুজুরদিয়া গ্রামের মনির খানের ছেলে সুমন খান (২৭), শোলাকু-ু গ্রামের রোকন মীরের ছেলে ওয়াহিদুল ইসলাম (৩০) এবং ঘোড়াদহ গ্রামের সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও মৃত খোলেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। তোতা ফকির বলেন, সেতু নির্মাণের পাইলিং এর জন্য জন্য খালের পাশে তার পাকা ভবনের কিনার ঘেঁষে গভীর গর্ত করে মাটি কাটা হয়। এ সময় তিনি ঠিকাদারের কাছে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু ঠিকাদার তার কথা কান দেয়নি।

সদরপুরের আমীরাবাদ ভূবনেশ্বর নদ থেকে শুরু হয়ে ওই খালটি চলে গেছে কারির হাট এলাকায়। ওই খালের জমাদার ডাঙ্গী এলাকায় তোতা ফকিরের বাড়ির সামনে এ সেতুটি নির্মাণের কাজ চলছিল।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াকের ভাই আসিফ ইমতিয়াজের ঠিকাদারি প্রতিষ্ঠান সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি সেতুর কাজ করছিল। ওই কাজের জন্য গভীর গর্ত করে পাইলিং করা হয়। গর্তের মাটি খালের পাড়ে স্তূপ করে রাখা হয়। শ্রমিকরা খালের ভিতরে নেমে বৃষ্টিতে ধসে পড়া মাটি অপসারণ করছিলেন। ওই সময় খালের পাশের মাটির স্তূপ ভেঙে সাত নির্মাণ শ্রমিকের উপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী মাটির ভিতর থেকে চারজনকে জীবিকত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাটি চাপা পড়ে তিন শ্রমিককে পরে সদরপুর দমকল বাহিনীর একটি দল এসে মৃত অবস্থায় উদ্ধার করে।

সদরপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুর সালাম বলেন, দুপুর ১২টা থেকে ২টা পযন্ত দুই ঘটনার চেষ্টার মাটির স্তূপের মধ্যে থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। যে বাকি চারজন শ্রমিক আগেই উদ্ধার হয়েছে, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আসিফ ইমতিয়াজ ২৫ মিটার দৈর্ঘ্যরে এই সেতু নির্মাণের কাজ পান। সেতুটির দরপত্র মূল্য ছিল ৪ কোটি ১৬ লাখ টাকা।

এ সেতু নির্মাণকাজে কর্মরত দুই শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। মাটির পাশে গাইড দেয়ার কথা বলা হলেও তারা করেনি। তারা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কাজ করতে বাধ্য করছিল।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। ‘বিষয়টি খুবই মর্মান্তিক’-মন্তব্য করে তিনি বলেন, মৃতদেহগুলো সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিচারকে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, কয়েকদিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। সেই মাটি ধসে তিন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে। তিনি বলেন, এ মৃতদের সুরৎহাল করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতদের আত্মীয়-স্বজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঠিকাদার শাহ মো. আসিফ ইমতিয়াজকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফোন ধরার জন্য তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াককে অনুরোধ করা হলেও আসিফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান বলেন, দুর্ঘটনার এ বিষয়টি ঢাকার প্রধান কাযালয়ে জানানো হয়েছে। সেখান থেকে একটি প্রতিনিধি দল সরেজমিন ঘটনাস্থল প্ররিদর্শন করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

মোরেলগঞ্জে শাফায়েত হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসী

শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেপ্তার

মহালছড়িতে নারী সমাবেশ

ছবি

তাহলে সততার কীসের মূল্যায়ন: গ্রেপ্তারের আগে আইভী

মানিকছড়ি হাসপাতালে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

যাদুকাটা নদী খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালসহ দুজনকে জরিমানা

পাবনার হাট-বাজারে অপরিপক্ব টক লিচু বিক্রি হচ্ছে চড়া দামে

ছবি

ডিমলার নদ-নদীগুলো অবৈধ দখলে মরা খাল, আবাদি জমি

ঝালকাঠিতে ডাকাতি মামলায় ৯ জনের সশ্রম কারাদণ্ড

ছবি

মোরেলগঞ্জে সন্তানহারা মায়ের কান্না, গ্রামজুড়ে শোকের ছায়া

রাজশাহীতে মাদক ব্যবসায়ী আটক

মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চাঁদপুরে পুকুর ভরাটের দায়ে জরিমানা

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি

সিরাজগঞ্জে যমুনার ভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ

করিমগঞ্জে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ধর্মপাশায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সেনবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

দুই জেলায় বৃদ্ধ ও কিশোরীর আত্মহত্যা

রামুর বিভিন্ন এলাকায় বেড়েছে চুরি-ডাকাতি : জনমনে আতঙ্ক

কালিহাতীতে ভেটেরিনারি দোকানে জরিমানা

ছবি

যশোরে আইন উপেক্ষা করে চলছে পুকুর ভরাট

ভুয়া পশু চিকিৎসকের কারাদণ্ড

ছবি

রাস্তা খুঁড়ে লাপাত্তা ঠিকাদার দ্রুত পাকাকরণের দাবি

ছবি

রাস্তা নির্মাণে অনিয়ম, ইউএনওর কাছে অভিযোগ

রায়গঞ্জে একই দিনে দুজনের আত্মহত্যা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকা লুট

ডিবি থেকে সরানো মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজি

সীমান্তবর্তী ৩৩ জেলায় পুলিশের বাড়তি সতর্কতা

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রামগড় ও লক্ষীছড়িতে বিক্ষোভ

ছবি

নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

tab

সারাদেশ

ফরিদপুরে সেতু নির্মাণ কাজের মাটি ধসে ৩ শ্রমিক নিহত, আহত ৪

প্রতিনিধি, ফরিদপুর

বুধবার, ৩১ মে ২০২৩

ফরিদপুরে একটি খালের উপর সেতুর নির্মাণ কাজের সময় পাড়ের মাটি কর্মরত শ্রমিকদের উপর ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার শ্রমিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ মে) বেলা সাড়ে এগারোটার দিকে জেলার সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় তোতা ফকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত তিন শ্রমিক হলেন- বাগের হাট জেলার মোল্লার হাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামের আল আমিন খার ছেলে জাবেদ খা (২৩) এবং ফরিদপুর সদরের কবিরপুর গ্রামের আফজল শেখের ছেলে অন্তর শেখ (২২) ও কুজুরদিয়া গ্রামের ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০)।

আহত শ্রমিকরা হলেন- ফরিদপুর সদরের কুজুরদিয়া গ্রামের মনির খানের ছেলে সুমন খান (২৭), শোলাকু-ু গ্রামের রোকন মীরের ছেলে ওয়াহিদুল ইসলাম (৩০) এবং ঘোড়াদহ গ্রামের সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও মৃত খোলেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। তোতা ফকির বলেন, সেতু নির্মাণের পাইলিং এর জন্য জন্য খালের পাশে তার পাকা ভবনের কিনার ঘেঁষে গভীর গর্ত করে মাটি কাটা হয়। এ সময় তিনি ঠিকাদারের কাছে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু ঠিকাদার তার কথা কান দেয়নি।

সদরপুরের আমীরাবাদ ভূবনেশ্বর নদ থেকে শুরু হয়ে ওই খালটি চলে গেছে কারির হাট এলাকায়। ওই খালের জমাদার ডাঙ্গী এলাকায় তোতা ফকিরের বাড়ির সামনে এ সেতুটি নির্মাণের কাজ চলছিল।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াকের ভাই আসিফ ইমতিয়াজের ঠিকাদারি প্রতিষ্ঠান সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি সেতুর কাজ করছিল। ওই কাজের জন্য গভীর গর্ত করে পাইলিং করা হয়। গর্তের মাটি খালের পাড়ে স্তূপ করে রাখা হয়। শ্রমিকরা খালের ভিতরে নেমে বৃষ্টিতে ধসে পড়া মাটি অপসারণ করছিলেন। ওই সময় খালের পাশের মাটির স্তূপ ভেঙে সাত নির্মাণ শ্রমিকের উপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী মাটির ভিতর থেকে চারজনকে জীবিকত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাটি চাপা পড়ে তিন শ্রমিককে পরে সদরপুর দমকল বাহিনীর একটি দল এসে মৃত অবস্থায় উদ্ধার করে।

সদরপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুর সালাম বলেন, দুপুর ১২টা থেকে ২টা পযন্ত দুই ঘটনার চেষ্টার মাটির স্তূপের মধ্যে থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। যে বাকি চারজন শ্রমিক আগেই উদ্ধার হয়েছে, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আসিফ ইমতিয়াজ ২৫ মিটার দৈর্ঘ্যরে এই সেতু নির্মাণের কাজ পান। সেতুটির দরপত্র মূল্য ছিল ৪ কোটি ১৬ লাখ টাকা।

এ সেতু নির্মাণকাজে কর্মরত দুই শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। মাটির পাশে গাইড দেয়ার কথা বলা হলেও তারা করেনি। তারা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কাজ করতে বাধ্য করছিল।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। ‘বিষয়টি খুবই মর্মান্তিক’-মন্তব্য করে তিনি বলেন, মৃতদেহগুলো সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিচারকে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, কয়েকদিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। সেই মাটি ধসে তিন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে। তিনি বলেন, এ মৃতদের সুরৎহাল করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতদের আত্মীয়-স্বজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঠিকাদার শাহ মো. আসিফ ইমতিয়াজকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফোন ধরার জন্য তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াককে অনুরোধ করা হলেও আসিফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান বলেন, দুর্ঘটনার এ বিষয়টি ঢাকার প্রধান কাযালয়ে জানানো হয়েছে। সেখান থেকে একটি প্রতিনিধি দল সরেজমিন ঘটনাস্থল প্ররিদর্শন করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

back to top