নেত্রকোনা-পূর্বধলা সড়ক উন্নয়ন কাজে পূর্বধলা বাজার অংশে রাস্তার দুই পাশে ড্রেন ছাড়াই চলছে সড়কের কাজ। অপরিকল্পিতভাবে নির্মিতব্য আরসিসি ডালাইয়ের রাস্তা নতুন করে ভোগান্তির সৃষ্টি করছে। দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও মূল রাস্তার উপরে প্রায় দেড় ফুট উঁচু ঢালাই নির্মাণের কারণে বিপাকে পড়ছে সড়কের দুই পাশের ব্যবসায়ীরা। নেত্রকোনা জেলা শহর থেকে পূর্বধলা কুমারখালী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ শুরু হয় ২০১৯ সালে। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে ইতোমধ্যে তিন দফা মেয়াদ বাড়ানো হয়েছে। কাজ শুরুর প্রথম দিকে পূর্বধলা বাজার অংশে আরসিসি ঢালাই ও দুই পাশে ড্রেন নির্মাণ ছাড়া কাজ করার প্রতিবাদে স্থানীয় কয়েকটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করে পূর্বধলাবাসী। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পরবর্তীতে কাজ বন্ধ করে দিয়ে নতুন করে প্রাক্কলন তৈরি করে প্রস্তাব পাঠানো হলে তা অনুমোদিত হয়। বর্তমানে নতুন প্রাক্কলন অনুযায়ী পূর্বধলা বাজার অংশে ১ কিলোমিটার সড়কের আরসিসি নির্মাণের কাজ চলমান থাকলেও ড্রেন নির্মানের কোন ব্যাবস্থা রাখা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জানায়, প্রাক্কলনে ড্রেন নির্মাণের কোন নির্দেশনা না থাকায় তারা শুধু রাস্তা নির্মাণের কাজ করে যাচ্ছেন। এতে জলাবদ্ধতার কবলে পড়েছে পূর্বধলা বাজারবাসী।
তাছাড়া মূল রাস্তা থেকে প্রায় দেড় ফুট উঁচু ঢালাই নির্মাণ করায় নিচে পড়ে যাচ্ছে পূর্বধলা বাজারের প্রায় ৫শ ব্যবসায়ীর দোকান ঘর। এই আরসিসি ঢালাইয়ের রাস্তার দুই পাশে ছোট-বড় প্রায় ১৫টির মতো পার্শ্বসংযোগ রাস্তা রয়েছে। এই রাস্তাগুলোও নিচে পড়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরেজমিনে দেখা যায় পূর্বধলা সদর বাজারের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই রাস্তায় পূর্বধলা থানা থেকে জামতলা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে করা হচ্ছে। এজন্য রাস্তার পাশে ১৫ ইঞ্চি উঁচু ইটের গাঁথুনি দিয়ে মাঝখানে ঢালাই দেয়া হচ্ছে। কোথাও কোথাও বিদ্যুতের পিলার মাঝখানে রেখেই ইটের গাঁথুনি দেয়া হয়েছে। এতে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। রাস্তার দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি দোকানে প্রবেশ করার উপক্রম হয়েছে।
পূর্বধলা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর, জানান, পূর্বধলা সদর বাজারের এই সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না রাখায় ব্যবসায়ীরা দুর্ভোগে পড়ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াসিম এন্টারপ্রাইজ এর প্রতিনিধি মো. মফিদুল ইসলাম ওয়াসিম বলেন, তদারকি কর্মকর্তার উপস্থিতিতে গুনগতমান বজায় রেখেই কাজ চলমান আছে। দিনের বেলায় রাস্তায় যান চলচলে বিঘ্ন ঘটায় রাতে কাজ করতে হয়। প্রাক্কলনে ড্রেন নির্মাণের নির্দেশনা না থাকায় ড্রেন নির্মাণ ছাড়াই কাজ করা হচ্ছে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, প্রাক্কলনে ড্রেনসহ আরসিসি ডালাইয়ের পরিকল্পনা থাকলেও বরাদ্দ না বাড়ানোর কারনে ড্রেন ছাড়া সড়কের কাজ চলমান আছে। পরবর্তীতে নতুন প্রাক্কলনের মাধ্যমে স্থাপনা সরিয়ে ড্রেন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
অর্থ-বাণিজ্য: চট্টগ্রামে আরও ইপিজেড করার দাবি ব্যবসায়ীদের
অর্থ-বাণিজ্য: কিছু এলাকার কারখানা বন্ধ রাখার পরামর্শ বিজিএমইএর
অর্থ-বাণিজ্য: রেজল্যুশনের আওতায় সব এনবিএফআই
অর্থ-বাণিজ্য: ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান
অর্থ-বাণিজ্য: বিমা ব্যবস্থা টেকসই করার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
অর্থ-বাণিজ্য: একীভূত পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য হয়ে যাচ্ছে