বানিয়াচং বজ্রপাতে রাখালের প্রাণহানি

প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে হাফিজুর ইসলাম (৩০) নামে এক হাসঁ রাখালের প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে উপজেলার কাউরাকান্দি (যাত্রাপাশা) হাওরে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার মন্দরি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে হাফিজুর ইসলাম একই উপজেলার কাউরাকান্দি (যাত্রাপাশা) গ্রামের মঈনুল ইসলামের হাসেঁর খামারে রাখাল হিসাবে কয়েক মাস ধরে কাজ করে আসছে। শুক্রবার বিকেলে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের আঘাত আনলে হাফিজুরের শরীর ঝলছে যায়। এতে হাওরেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় রায়।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি