নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২ জুন) দুপুর ১টায় উপজেলার এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
নিহত ব্যক্তি নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে আরিফা খাতুন (১১)। তিনি মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ আরিফার সন্ধান পাইনি। শনিবার সকাল থেকে আবারও ঘটনাস্থলে অভিযান চলছিল। পরে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বাঁধাঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (২ জুন) দুপুর ১টায় নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আরিফা খাতুন।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা
বিজ্ঞান ও প্রযুক্তি: সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫