image

পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে : পাটমন্ত্রী

রোববার, ০৪ জুন ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘পাট উৎপাদনের সঙ্গে চার কোটি পরিবার জড়িত। পাটের ন্যায্যমূল্য না পেলে অনেকে পাট চাষ ছেড়ে অন্য ফসলে চলে যাবে। তাই পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।’

আজ রোববার দুপুরে ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে চার দিনব্যাপী এ মেলা চলবে। মেলায় পাটের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ২২টি স্টল বসেছে।

মন্ত্রী আরও বলেন, ‘পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এখনও বাজারে প্লাস্টিক ব্যাগ প্রচুর দেখা যায়। পাট পণ্য ব্যবহারে আইন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজর রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন, পাট অধিদফতরের মহাপরিচালক ড. সেলিনা আক্তার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ অনেকে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি