নওগাঁয় ধর্মঘট প্রত্যাহার, ৯ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
প্রতিনিধি,নওগাঁ

নওগাঁয় ধর্মঘটে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকালে বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁয় ধর্মঘটে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে শ্রমিক ইউনিয়নটির একটি অংশের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাঁচ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেন আন্দোলনরত শ্রমিকেরা। এতে সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

আজ দুপুরে শহরের বালুডাঙা বাস টার্মিনালে নওগাঁর পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির সঙ্গে আলোচনা করে পাঁচ দিনের মধ্যে সাধারণ সভা আহ্বান এবং নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিলে আন্দোলনরত শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

আন্দোলনরত শ্রমিকদের নেতৃত্বে থাকা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণা না করায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিরসনে নওগাঁর পুলিশ সুপার মধ্যস্থতার দায়িত্ব নিয়েছেন। আজ সকাল ছয়টা থেকে সাধারণ শ্রমিকেরা ধর্মঘট শুরু করার পর দুপুরের দিকে পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে এহসানুর রহমান ভূঁইয়া আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি আগামী পাঁচ দিনের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন। দাবি পূরণের আশ্বাস পাওয়ায় শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (নিবন্ধন নম্বর-২৩৮) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৫ মার্চ। কমিটির মেয়াদ শেষ হয়ে দুই মাস পার হলেও বর্তমান কমিটি সাধারণ সভা ও নির্বাচনের ঘোষণা দিচ্ছে না। সাধারণ শ্রমিকেরা সাধারণ সভা ও নির্বাচনের জন্য বারবার তাগাদা দিলেও ইউনিয়নের বর্তমান নেতারা শ্রমিকদের দাবির তোয়াক্কা করছেন না। এ পরিস্থিতিতে গত ২৯ মে শ্রমিক ইউনিয়নের একটি অংশ সাধারণ সভার ডাক দেয়। ওই সভা থেকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বর্তমান কমিটিকে সাত দিনের আলটিমেটাম দেন। আলটিমেটামের পরেও দাবি পূরণ না হওয়ায় সাধারণ শ্রমিকদের একটি অংশ আজ সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট শুরু করে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি