কসবায় বিএসএফের গুলিতে ২জন আহত, বিজিবির কড়া প্রতিবাদ

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বাংলাদেশি নাগরিকের উপর গুলি চালানোর ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। মঙ্গলবার বিকেলে হওয়া পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায় প্রতিবাদ জানায় আজম আলী ও ইকবাল ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ ছররা গুলি ছোড়ে। পরে এ নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ, বিএফএফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কল্যাণ সিং নেগি উপস্থিত ছিলেন। এ ঘটনায় একটি প্রতিবাদ লিপিও পাঠানো হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি