ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বাংলাদেশি নাগরিকের উপর গুলি চালানোর ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। মঙ্গলবার বিকেলে হওয়া পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায় প্রতিবাদ জানায় আজম আলী ও ইকবাল ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ ছররা গুলি ছোড়ে। পরে এ নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ, বিএফএফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কল্যাণ সিং নেগি উপস্থিত ছিলেন। এ ঘটনায় একটি প্রতিবাদ লিপিও পাঠানো হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা