image

তীব্র গরমে মাধ্যমিক বিদ্যালয় ছুটি আগামীকাল

নিজস্ব বার্তা পরিবেশক

সারাদেশে তীব্র গরমের কারণে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ কথা জানান।

তিনি জানান, আগামীকাল মাধ্যমিক বিদ্যালয় ছুটি থাকবে। এর ফলে বাস্তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তিন দিন ছুটি হবে। কারণ পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এর আগে তীব্র দাবদাহের কারণে গত রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়।

এরপর গত সোমবার গরমের কারণে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পাঠদানও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি