image

বঙ্গবন্ধু মেডিকেলের নিয়োগ কমিটিতে উপাচার্যকে রাখা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বুধবার, ০৭ জুন ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে রাখা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই প্রতিষ্ঠানের (সুপার স্পেশালাইজড হাসপাতাল) নিয়োগে অনিয়ম নিয়ে কথাবার্তা হচ্ছে। বিষয়টি আমরা শুনেছি। সেখানে নিয়োগে একটি শক্তিশালী কমিটি করা হবে। যেখানে উপাচার্য থাকবেন না। নিয়োগে স্বচ্ছতা আনতে আমরা এটি করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগের বিষয়টি খুব ভালো করে দেখা হবে। কারণ, প্রতিষ্ঠানটি জাতির জনকের নামে। এটি মানুষের আস্থার জায়গা। তাই অভিযোগ গুরুত্বসহকারে দেখা হবে।

মিট দ্য রিপোর্টার্সে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি