দুদকের উদ্যোগে ‘সততা সংঘের’ সদস্যদের বৃত্তি

প্রতিনিধি, গাজীপুর

দুর্নীতি দমন কমিশন ( দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাজীপুর শাখার উদ্যোগে গঠিত ‘সততা সংঘ’-এর অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে ‘সততা সংঘে’র অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সততা প্রোমোট করার লক্ষে পুরস্কার/বৃত্তি ও ‘সততা স্টোর’ পুনরুজ্জীবিত করার লক্ষে অর্থ প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়-গাজীপুর এর উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর এমএ বারী ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি