image

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে ৫ জন দগ্ধ

শুক্রবার, ০৯ জুন ২০২৩
সংবাদ অনলাইন জেলা বার্তা পরিবেশক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টায় ফতুল্লার কাশীপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ থেকে একই পরিবারের পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মো. সালাম মণ্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

» যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

সম্প্রতি