image

সখীপুরে বনবিভাগের চেক বিতরণ

শুক্রবার, ০৯ জুন ২০২৩
প্রতিনিধি,সখীপুর(টাঙ্গাইল)

টাঙ্গাইল সখীপুরে সুফল প্রকল্পের জীবিকা উন্নয়ন তহবিল হতে হতেয়া রেন্জাধীন ৭৫৪ জন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার হতেয়া রেঞ্জ অফিস কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আবু সালেহ ।

সুফল প্রকল্পের জীবিকা উন্নয়ন নিয়ে আলোচনায় হতেয়া রেঞ্জ অফিসার আব্দুল আহাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হতেয়া রেঞ্জধীন কালিদাস বিট অফিসার মো. শাহ আলম, সিএফএমসি 'র সভাপতি সোলায়মান, ইউপি সদস‍্য রাহেলা আক্তার প্রমুখ।

হতেয়া রেন্জাধীন ৭৫৪ জন উপকারভোগীদের মাঝে প্রতিজনকে ২৫ হাজার দুইশত করে চেক প্রদান করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি