বর্ষার শুরুতে থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে। মশার কামড় থেকে বাঁচার জন্য নানা চেষ্টা করে ও রক্ষা পাওয়া কষ্টকর হয়ে পড়েছে। যার কারণে দেশজুড়ে করোনা ভাইরাসের পর নতুন আতঙ্ক ডেঙ্গুজ্বর।
২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৫শ’ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে ৮৩ জন। আর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি আছে এক হাজার ৫শ’ ৩ জন। তার মধ্যে ঢাকায় এক হাজার ১৫৯ জন।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানিয়েছে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শনিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৮শ’ ৩৯ জন। ঢাকায় ৫ হাজার ৩৫২ জন। ও ঢাকার বাইরে জেলা ও বিভাগ পর্যায়ে এক হাজার ৪শ’ ৮৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪২ জন।
হাসপাতালের তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১১৫ জন, মিটফোর্ড হাসপাতালে ১১৮ জন, ঢাকা শিশু হাসপাতাল ও ইনিস্টিটিউটে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৩৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৮ জনসহ ঢাকার ২০টি সরকারি হাসপাতালে ৭৪৫ জন ভর্তি আছে।
অন্যরা প্রাইভেট হাসপাতাল ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। চট্টগ্রাম বিভাগে ভর্তি আছে ১৭২ জন। কক্সবাজারে ১০ জন, চট্টগ্রামে ৯৩ জন ভর্তি আছে।
মাসিক তথ্যে জানা গেছে, চলতি মাসের গত ২৩ দিনে ডেঙ্গুজ্বরে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৮শ’ ১৭ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৯ জন। এভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২৪ জুন ২০২৩
বর্ষার শুরুতে থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে। মশার কামড় থেকে বাঁচার জন্য নানা চেষ্টা করে ও রক্ষা পাওয়া কষ্টকর হয়ে পড়েছে। যার কারণে দেশজুড়ে করোনা ভাইরাসের পর নতুন আতঙ্ক ডেঙ্গুজ্বর।
২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৫শ’ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে ৮৩ জন। আর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি আছে এক হাজার ৫শ’ ৩ জন। তার মধ্যে ঢাকায় এক হাজার ১৫৯ জন।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানিয়েছে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শনিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৮শ’ ৩৯ জন। ঢাকায় ৫ হাজার ৩৫২ জন। ও ঢাকার বাইরে জেলা ও বিভাগ পর্যায়ে এক হাজার ৪শ’ ৮৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪২ জন।
হাসপাতালের তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১১৫ জন, মিটফোর্ড হাসপাতালে ১১৮ জন, ঢাকা শিশু হাসপাতাল ও ইনিস্টিটিউটে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৩৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৮ জনসহ ঢাকার ২০টি সরকারি হাসপাতালে ৭৪৫ জন ভর্তি আছে।
অন্যরা প্রাইভেট হাসপাতাল ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। চট্টগ্রাম বিভাগে ভর্তি আছে ১৭২ জন। কক্সবাজারে ১০ জন, চট্টগ্রামে ৯৩ জন ভর্তি আছে।
মাসিক তথ্যে জানা গেছে, চলতি মাসের গত ২৩ দিনে ডেঙ্গুজ্বরে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৮শ’ ১৭ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৯ জন। এভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।